ত 'তে তোমার, ত' তে তুমি।
তুমি আমি দু জননি।
তুমি আমি ভালো আছি।
তুমি আমি হবো না একজন।
ত' তে তোমার, ত 'তে তুমি।
শীতল-গরম মিলে যেমন
হয় না শীতল,হয় না গরম।
তুমি-আমি মিলে বল
হবো কেমনে একজন।
ত' তে তোমার, ত' তে তুমি।
একটি মন একটি প্রাণ।
নিয়ে হাটছি পথে পথে।
হবে না যখন গরম-শীতল
কেমনে মিলবে দু টি মন, দু টি প্রাণ।
আমি তো এক জন
।
তাইতো আমার একটি মন, একটি প্রাণ।
তুমি আমি দু জননি
।
দু' টি মন, দু' প্রাণ মিলবে কেমনি।
ত ' তে তোমার, ত 'তে তুমি।
তুমি আমি ভালো আছি।