সন্ধ্যা নামুক তোমার সাথে
কোনো এক চায়ের টঙে
সূর্য্য ডোবা দেখবো আমরা
টঙে বসে বসে

সন্ধ্যা নামুক তোমার সাথে
বৃষ্টি ভেজা কোন বিকেলে
দুজন মিলে ভিজবো আমরা
কাটবে মনের ক্লান্তি।

সন্ধ্যা আসুক শুভ বিকেলে
মনের যেন নয়
মন খারাপের কারন যেন
সন্ধ্যা না হয়।