তোমার আমার বিচ্ছেদ হয়েছে
এর মানে এই নয় তুমি আমার শত্রু
মাঝে মাঝে চিঠি দিও
সাথে দিও তোমার স্পর্শ
এই বর্ষায় না দিও
আসছে বর্ষায় দিও
তবুও চিঠি দিও।
ভাত মাছের সাথে তিনবেলা
সুখও মিশিয়ে খেও
আমার সাথে না হোক
অন্য কারো সাথে।।