আঁধার রাতে ঘুম আসে না
বালিশ ভিজে যায় চোখের জ্বলে
লোকলজ্জার ভয়ে বলতেও পারি না
কত করে চেয়েছি তোমায়।
আমার সমস্ত শরীর খোঁজে তোমায়
কোথায় আছ তুমি
মনে কি পরে না তোমার?
ফেলে আসা স্মৃতি
যদি কখনো পরে মনে
অশ্রু মুছে নিও শাড়ির আচলে
লোকের অন্তরালে
কখনো যদি ভেসে আসে
তোমার আমার ছবি
চোখের জ্বল মুছে নিও
আমার আড়ালে
ভুলে যেও সকল স্মৃতি
চাইবো না আর ফিরে
ফেলে আসা স্মৃতি
তোমার আমার দেখা হোক
আবার কোনো এক সন্ধ্যাবেলা
যখন ফিরে দেখেও দেখবো না তোমায়