আমি হারিয়ে যেতে চাই
কোন এক বিকেল বেলা
আমি হারিয়ে যেতে চাই
জোছনা রাতের আধারে
আমি হারিয়ে যেতে চাই
ঝুম বৃষ্টি তে
আমি হারিয়ে যেতে চাই
মেঘের দেশে
আমি হারিয়ে যেতে চাই
হিমালয়ের চূড়ায়
আমি হারিয়ে যেতে চাই
দূর সীমানায়
আমি হারিয়ে যেতে চাই
তোমার মনের ভেতর
যেখানে শুধুই আমি থাকবো।।