এ কেমন যুদ্ধ ! যে যুদ্ধ নিরীহ প্রাণের অস্তীত্ব নিয়ে খেলা করে
যে যুদ্ধের নেই কোন সাম্য, সহনশীলতা, ধৈর্যের বাঁধ,
যে যুদ্ধ শুধু রক্ত ঝরায়
উত্তর থেকে দক্ষিন, পূর্ব থেকে পশ্চিম।
এ কেমন যুদ্ধ ! যে যুদ্ধ শুনে না নিষ্পাপ অবুঝ শিশুর আর্তনাদ
গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেয় সে শিশুর নিস্প্রাণ দেহ ,
,
মায়ের আচঁলে লুকিয়ে থেকেও রক্ষা হয়না তার
সে জানলোনা কি ছিল তার অপরাধ?
এ কেমন যুদ্ধ ! যে যুদ্ধে জীবন্ত মানুষ আগুনে ছাই হয়
কবরের লাশও রক্ষা পায়না,
গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ হতে ভয় পায়
অবলা প্রাণীরা এপার-ওপার ঘুরে বেড়ায় উৎকনটায় ।
এ কেমন যুদ্ধ! সাম্য ,শান্তির স্লোগানে যার সুচনা
নিরীহ মানুষ হত্যায় নেই কোন লজ্জাবোধ ,
সেকি অনুতপ্ত হবে এবার
দায় নেবে লক্ষ-কোটি নিরপরাধ মানুষ হত্যার ?