শীতের হিমেল হাওয়া যেন কথা বলছে,
তার কন্ঠে কোমল উষ্ণতা
কি মশাই ,এ গন্তব্য কি শেষ হবার নয়?
প্রত্যেহ সাক্ষাতে ল্যাম্পপোষ্টগুলো হৃদ্য হয়ে গেছে
আমার ছায়া দেখলেই ঝুঁকে যায়
তারা নাকি বড় নিঃসঙ্গ,নিস্পলক হরিণীর ন্যায়।
গৃহহীন কুকুরগুলো আজকাল খুব বেশি যত্নশীল
নিশ্চুপে গা ঘেঁষে বসে থাকে
ক্ষুধার্তের প্রতি ক্ষুধার্তের সহমর্মিতা!
পরিচয়হীন পাগলটির সাথে সাক্ষাৎ হলেই তার সেকি ব্যস্ততা
রুটি খাবি, রুটি খাবি,বাসি রুটি
আহা তার কি সৌজন্যবোধ,পরমাত্মীয়তা।
গভীর আঁধারে রোজ খসখস আওয়াজ শোনা যায়
সে আওয়াজ অদৃশ্য কিন্তু বহু পরিচিত
সেকি আমার অন্তরাত্মা নাকি প্রেতাত্মা!
লক্ষ্যহীন পথেই আমার প্রশান্তি
যে পথ আঘাত দেয়না,অনাদরে ফেলে দেয়না
তার কাছেই আমার মুক্তি,চিরন্তন অভয়াশ্রম ।