তোমার আগমনে প্রকৃতি হয় অনন্য,মনোহরা হরিণী
ভোরের ক্ষণে কুয়াশার রাজত্ব সর্বত্র;
সূর্যোদয়ের অপেক্ষা অনন্তকালের,ঘুম ভাঙবে কি  তার।

চায়ের পাতাগুলো অলংকৃত শিশিরকণার স্পর্শে
মৃত ঘাসও যেন জীবন ফিরে পেয়েছে
উঁচু কদম বৃক্ষ ডালে কুকিল করছে তোমার গুণকীর্তন।

তোমার আগমনে দূর বহুদুরের কাঞ্চনজঙ্ঘা হয়ে ওঠে জীবন্ত!
প্রফুল্ল-চিত্তে নিজেকে উজার করে দেয় পরম মমতায়
ইশারায় কাছে ডাকে,পলকহীন অনন্য দৃষ্টি তার।

কাঁপু কাঁপু শরীরে বৃদ্ধরা আগুন পোহাতে ব্যস্ত
বালকদের এপাড় থেকে ওপাড় দলছুট,  
নকশি কাঁথার চাদর মুড়ে নারীরা ব্যস্ত পিঠা তৈরীতে।

প্রাণ জুড়ানো হিমেল হাওয়ায় তুমি মুগ্ধতা ছড়াও
মনকে করো নির্মল ,উদ্ধেলিত,প্রাণবন্ত
আলিঙ্গিত হই দুজন উষ্ণ মাতৃমমতায়।