আবারো এসেছে বসন্ত ধরায় ফিরে
প্রহর ফুরিয়ে যায় নিদারুণ দুঃখে;
অকারণে কেন জাগে ক্ষীণ আশা বুকে
তবু আসেনি পদ্য এই মনের নীড়ে।
ছন্দ পতন ঘটেছে কবি মনে অদ্য
প্রেমেতে মজেছে মন, হারিয়েছে শব্দ;
এইবার কবি মন নারী দ্বারা জব্দ
বসন্তে এসেছে প্রেম, নেই কোন পদ্য।
হঁরি! এ তবে কেমন প্রেম, ভাবা যায় ?
প্রেমের আরম্ভ যদি ঘটে বেদনায়।
বিরহে দিনাতিপাত, কি করে বুঝায় ?
প্রেমের কারণে ব্যাঘাত পদ্য লেখায়।
প্রেম এক বিভীষিকা, বলেছেন গুনী
প্রেমের কারণে আজ আমি, পদ্যখুনী।