কিছুই তো নেই থেমে
কত পাক্ষিক চাঁদ এলো গেলো,
অমাবস্যায় কালো হলো আকাশ।
অথচ, বলেছিলে তোমার প্রস্থানে
চক্রবৃদ্ধি হারে বেড়ে যাবে পৃথিবীর দুঃখ,
থেমে যাবে প্রণয়ের সকল লেনদেন।
ভুল ছিল, সবই ভুল
এখনো প্রণয়ের দ্বার খুলে
যুগলবন্দী মন স্বপ্ন বোনে।
পৃথিবীতে এখনো বসন্ত আসে,
ভন্ড জ্যোতিষ এখনো আতস কাঁচে ভবিষ্যত দেখে,
এখনো মাঝরাতে চেচিঁয়ে ওঠে টহলদার কুকুর।
কিছুই নেই থেমে।
মাঘে-মাঘে রাত জমে গেলে,
শীতঘুম ভেঙে গেলে পরে
দেখে নিও
বেলী ফুলে ছড়ানো বিষাদ।
দেখে নিও
পশ্চিমের গেরুয়া আকাশে
প্রতিনিয়ত ডুবে চলে অনন্তকালের যাত্রা।
কি আশ্চর্য!
কিছুই তো নেই থেমে।