রাইফেলের ঐ উলঙ্গ বুলেট,
ট্রিগারের এক টান ।
কেড়ে নিল ঐ 'ধর্ষক' প্রহরী,
নিরীহ কিশোরীর প্রাণ॥
বিচারের নামে প্রহসন করে
তোমরা ধর্ষিলে পতাকা !
কি দরকার এত লোক দেখানি ?
বারেবারে আমি ঝুলিব কাটাঁতারে,
আমি তোমাদেরই "ফেলানী"॥
বিচারের নামে প্রহসনের ছক যখন
তোমাদের হাতেই আকাঁ।
ঝুলিব আমি কাটাঁতারে তবুও
ধর্ষিও না আমার স্বাধীন বাংলার পতাকা।
( কিছু কথাঃ আপনারা নিশ্চয়ই ফেলানী সম্পর্কে জানেন। যাকে ভারতের বিএসএফ বাহিনী নির্মমভাবে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে। তারপর অনেক বছর কেটে গেলেও এই শিশু হত্যার বিচার আজও পায়নি জাতি। আরো বছর দেড়েক আগে এই প্রেক্ষাপটে কবিতাটি লিখেছিলাম। )