তারপর বহুদিন পর জানা যাবে,
এই শহরে কোন মানুষ ছিল না,
ছিল সব ইট, বালি, সিমেন্টের মহাজাগতিক আস্ফালন।
তারপর কেউ একজন বলে যাবে,
এই শহরে আর কোন ভালোবাসা বেঁচে নেই,
শুধু আছে কিছু অবাধ্য শব্দের নীরব ক্রন্দন।
ভীষন বিষন্নতায়
একদিন তুমিও জেনে যাবে,
প্রাণহীন ভয়ন্কর এই নিষ্ঠুর নগরে,
কেউ তোমায় শেষ ভালোবাসাটুকু দিতে চেয়েছিল।