কে সত্যসুন্দর, হে নরাধম ? “ আমি ”!
কে এই আমি ?
এই আমিও যেমন “ আমি ”
তেমনি তোমার দৃষ্টিতে তুমিও “ আমি ” ।
জাতস্বভাবে শুধু আমিত্বের জয়জয়কার ,
সবাই আত্মপক্ষ সমর্থনকারী যে যার;
তুমিও সঠিক , আমিও সঠিক ,
তবে কার ললাটে চিহ্ন চূড়ান্ত সঠিকতার?
জাগ্রত কর জ্ঞানেন্দ্রিয় ,
ঊর্ধ্বে যাও অসীম ঊর্ধ্বেতে!
ধরণীতলে দেখ বিবাদমান গোষ্ঠীতে ,
নিজেকে দেখ অন্যের দৃষ্টিতে ,
দেখবে তোমার চির আত্মতৃপ্তির বালাই
আর কল্পনার পুলকতা কোথায় হাঁরায়!
নিজে কানা পথ না চিনে
জাত দিবি কিরে অজাতেরে দৌঁড়ে গিয়ে?
হায় গড্ডলিকার দল হায় ,
আত্মনাশী পুলকে বিভোরিত হয়ে
দল ভারি করার প্রয়াসের অন্ত নাই!