আমরা স্বাধীন, আমরা স্বাধীন
পরাধীন আর রবোনা হেথা,
ভালো বলো আর মন্দ বলো
মানুষ হয়ে রবোনা হেথা।
অনেক কাল মানুষ ছিলাম,
মন চাইযে পশু হতে,
স্বাধীন, স্বাধীন করছি তাই
উলঙ্গ হয়ে রাজ পথে।
পোশাক আর লাগেনা ভালো
পশুর সাথে গলা মেলাবো,
পশু যদি অবাদ ভাবে........
আমরা কেন বিধান জালে?
মানিনা কোন নিয়ম নিতি
যৌনতায় আমরা মাতি,
যৌন ছাড়া বুঝিনা কিছু
তোমরা ছার ....
ছার আমাদের পিছু।
অবাদ ভাবে মিলবো মোরা
স্বাধীন আমরা বলোনা কিছু।।
আমরা স্বাধীন, আমরা স্বাধীন
পরাধীন আর রবোনা হেথা।।