এসেছে ভিক্ষারী হাতে পাত্র
গোত্র তাহার উঁচু,
অঝর নয়নে ঝরে অশ্রু
বলছে মনে কিছু!
সারাটা জীবন করেছি গোনা
চলেছি অসৎ পথে,
নেই কিছু আজ ভিক্ষারী তাই,
খালি পাত্র হাতে!
দাও ভিক্ষ্যা আজ পাত্রে
ফিরিয়োনা মোরে,
কে আছে এ- মহাবিশ্বে
যাব কার দরবারে!
গোনাতে, গোনাতে হয়েছি কালো,
যেন কয়লার মহা খনি!
শুনেও আমি শুনেনি কখনও
আজানের পবিত্র ধ্বনী।
ডেকেছো তুমি,তোমার হাবিব
মিলিত ভাবে আমায়,
করিনি ভ্রুক্ষেপ কাটিয়াছি আমি
জীবন অবহেলায়।
পূন্য আমার কিছুই নেই!
চলেছি অসৎ পথে!
নেই কিছু আজ, ভিক্ষারী তাই,
খালি পাত্র হাতে!
নিকৃষ্ট পাপি আমি,
তার থেকেও বড়,
পাপের সাগরে তলিয়ে গেছি,
আমায় ক্ষমা কর!
তোমার ঘরে এসেছি আজ,
কেউ ফেরেনি হেতা হোতে!
নেই কিছু মোর ,
এসেছি তাই খালি পাত্র হাতে।
কিছুই নেই পরিচয় মোর,
আমি নিকৃষ্ট জীব!
আল্লাহ্ তোমায় রব মেনেছি,
নবী যে তোমার হাবিব।(সাঃআঃ)
তোমার হাবিবের খাতিরে আজ
কর দোওয়া কবুল!
করবো না কখনো করছি তওবা,
হয়েছে মহা-ভুল!
অসৎ থেকে সত্য পথে
খোদা! চালাও গো মোরে,
তুমি ছাড়া কে আছে রব?
যাব কার দরবারে!
২৫/১০/২০১১