সেদিন আসবে -
যবে পাথর বলবে কথা।
সেদিন আসবে
মনরম লাগবে এখানের ব্যাথা।
চিনেও অচেনা সব, নিজ নিয়ে মতামাতি
যাবে ছেড়ে তোমায়,
পিতামাতার মত সাধী।।
চারি দিকে ,
ব্যাথা ব্যাথা আর ব্যাথা
সেদিন আসবে-
পাথর বলবে কথা।।
নিশ্চুপ বিশ্ব হবে ভয়ঙ্কর,
আসিবে যখন মহাহাহা-ঝঙ্কার!
পাহাড় পর্বত উরিবে আকাশে,
বাতাসে বাতাসে হবে হুঙ্কার!
আঁধারের ঘন ঘটায়
রাত্রিও পাবে ভয়!
সকল জয়ের হেতা নিশ্চিত পরাজয়।
সেদিন আসবে
শুধু ভয় ভয় আর ভয়!
মহা বিশ্বের হবে মহাক্ষয়।
ঐ দিনই তো চির বাস্তব,
আজ তো সবই ধোকা,
সেদিন আসবে -
যবে পাথর বলবে কথা।।