তাকে দেখে আনমনা হওয়া,
তাকে দেখে গুনগুন গাওয়া।
তাকে দেখে চেনা যেন অচেনা
কিছু না পেয়ে যেন সবকিছু পাওয়া।
তাকে দেখে পাখা মেলে ওরা,
তাকে দেখে সবকিছু ভোলা।
তাকে দেখে ধূষর পৃথিবী,
যেন সোনালি রঙের ছোয়া।
তাকে দেখে বোকাটে ছেলের কবিতা,
তাকে দেখে সাদা কাগজে আঁকা বাঁকা ছবি আঁকা,
তাকে দেখে মহা সম্মেলনে আমি যেন একা।
তাকে দেখে ঘুচে যায় যত ব্যাথা
তাকে দেখে ভুলে যায় যত কথা।।
আমি একা,
তবু তাকে ভেবে ঘুচে যায় হৃদয়ের ব্যাথা।।