শান্তির খোঁজে
(সোহেল রানা)
আমি হারিয়ে যাতে চাই শান্তির মাঝখানে||
যেখানে গভীর আনন্দের মাঝে,
অনুভূতিরা সাঁতার কাটে__
যেখানে আবেগ গুলো বিবেককে পিছনে ফেলে,
সমাপ্তি লাইন স্পর্শ করে।
আমি হারিয়ে যাতে চাই সেই শান্তির মাঝখানে||
যেখানে রাগ,অভিমানের কোনো চাহিদা
থাকবেনা_
যেখানে থাকবেনা কোনো চাওয়া-পাওয়ার
ধার-দেনা।
যেখানে অভিযোগ গুলো হবে ভবঘুরে
আমি হারিয়ে যাতে চাই সেই শান্তির মাঝখানে||
যেখানে অনুভূতির বাজার মূল্য অনেক কম__
__সহজেই সবাই নিতে পারবে,
যেখানে ভালোবাসা থাকবে পর্যাপ্ত,
কেউ কাউকে এড়িয়ে যাবে না__
কেউ কাউকে ছেড়ে যাবে না।
আমি হারিয়ে যাতে চাই সেই শান্তির মাঝখানে||
যেখানে ব্যাক্তিত্ব হবে তুলোর মতো নরম।
যেখানে ইচ্ছে গুলো,
মুক্ত পাখির মতো ডানা মেলে উড়তে পারবে,
আমি হারিয়ে যাতে চাই
স্বপ্নের সেই শান্তির জগতে||