ঈশ্বরের বামহাত কিংবা ডানহাতে আমি বিশ্বাসী নই-
ঘুণপোকা খেয়ে ফেলে আমাদের লৌহ কাঠ।
সঞ্চিত ভালোবাসার মানুষ আমরা-
তবে কেন প্রদীপ জ্বালালেই ফুরিয়ে যায় তেল।
এইযে বেঁচে আছি আমি এবং আমরা-
তবে কি শুধুই করুণার শূন্য পাত্র নিয়ে!

যখন একটি ছিদ্র টিনের চালায় জোছনা দেখি-
অথবা তেঁতুলের সদ্য জন্ম নেওয়া দুটি কচি পাতা সহ গাছটিকে দেখে-
মুখ থেকে বেরিয়ে আসে জীবন মন্দ নয়!
তখন ভাবি, আমার আমিত্ব কি সত্যিই আছে কোথাও।

এইযে আমার মাছের মতো ছোট্ট জীবন
চাইলেই কেন ঘুণপোকাটিকে পারি না থামাতে।

০১-০৫-২০২০