প্রতিবছর ভোট হয়
হয়কি জনতার ভাগ্যের পরিবর্তন?
এইযে তোমার গণতন্ত্র,
একি চোখে ধুলো দেয়া নয়?
এ আসে সে যায়, সে আসে এ যায়।
পরিবর্তন শুধু নেতার।
আচ্ছা নীতি কি কোনদিনও পাল্টাবে না?

নোংরা জলকে ধুয়ে করতে চাও সাদা
তবে কেন দোহাই দাও, বল এ এক গণতন্ত্র।
গণতন্ত্রের মানে কি ব্যাংক কেলেংকারি?
গণতন্ত্রের মানে কি দশ টাকা কেজির চাল
নেতারা মিলে ভাগ করে খাওয়া?
হলমার্ক কেলেংকারীও কি গণতন্ত্রের থিউরি?
তারচেয়ে এই কি ভাল নয়, "সত্যের শাসন"?

১০/১০/২০১৬