সময় ফুরিয়ে যাচ্ছে, নিশ্চিত ঘটনা।
হেলায় হেলায় কাটে দিন, অন্যমনা।
লক্ষচ্যুত মোরা, অপূরণীয় ব্যর্থতা।
নীড়হীন পাখি, ব্যর্থ পরিকল্পনা।
উদ্দেশ্যহীন, ভবঘুরে, ভুলেছি ঠিকানা।
ক্ষণস্থায়ীতা ভালো লাগে, নশ্বর দুনিয়া।
দিনশেষে নিজঘরে, পথিকের চাওয়া।
উত্তম মুনাফা, ব্যবসায়ীর পাওয়া।
চকচকে দেখি সব, আসলে মরীচিকা।
সত্য চোখের সামনে, দেখেও দেখি না।
হতভাগা বলি, নাকি নির্বুদ্ধিতা।
"সময় অনেক আছে", বিপ্লবী ভাবনা।
জ্ঞান রাখি না নূন্যতম, বুদ্ধিজীবীতা।
ঈমান-আমলের খবর নাই, ধার্মিকতা।
"সব বুঝি" ভাব, পণ্ডিত দেশসেরা।
দুনিয়া গোল্লায় যাক, দায়িত্ব আমার না।