অন্ধকার গুহা, আমার মস্তিষ্ক!
সেখানে শত শত দৈত্যের বাস।
দৈত্যেরা করে চলে উপহাস!
অপেক্ষায় আমি, দেখবো আকাশ।
কত শত বাক্য উঁকি দেয় এখানে।
আমার সাথেই ছিলো আমার যুদ্ধ।
আজ প্রেক্ষাপট আমার হয়েছে ভিন্ন,
শত শত দৈত্য আমার প্রতিপক্ষ।
দৈত্য বলে চলে, "বাগিচা আমার
তুমি এখানে অতিথিমাত্র!
ফুলের ঘ্রাণে তুমি হয়েছো মুগ্ধ,
তাই ব্যর্থ জীবন, তুমি অনুতপ্ত।"
আমার বাগানে দৈত্য দিয়েছে হানা
আমার লাগানো ফুল,
ছিড়তে আজ আমারই মানা।
আমার কাজ দৈত্যের আদেশ মানা!
দৈত্য আমাকে করেছে রুদ্ধ,
অন্ধকার গুহায় আমি একা যাত্রী!
বাগানের ফুল আজ সব বিলুপ্ত,
দৈত্যের হাত হতে কবে হবো মুক্ত?