তুমি আমার থেকে দূরে যদি যাও,
রাখবো না দুঃখ শুধু বলে যেও।
ফিরবে না তুমি আর জানবে মন,
আর কোনো কষ্ট পাবে না সেও।
ভিড়ের মাঝে তবে হারাবে না চোখ,
অপেক্ষার পালা আর হবে না বড়।
তোমার হাসির শব্দ খুঁজবে না কর্ণ,
চোখের কোণে তরল হবে না জড়ো।
শুধু বলে যেও তুমি ফিরবে না আর
অবসান হয়ে যাবে দীর্ঘ প্রতীক্ষার।