প্রত্যহ সূর্য ওঠে পূর্ব আকাশে
অস্তমিত হয় প্রত্যহ ঠিক সময়ে
অন্ধকার জনমভর —
রাত দিনের পার্থক্য সে বোঝে না।

কোকিলের কণ্ঠে মুখরিত চারিদিক
জানিয়ে দিয়ে যায় বসন্তের আগমন
ঘ্রাণেই সে মুগ্ধ —
এক পলক দেখা আর হলো না।

মায়ের ভালোবাসা অনুভব করে সে
বাবার স্নেহের পরশ লেগে আছে শরীরে
চাঁদমুখখানা তাদের —
অদেখা রয়ে গেলো, চেনা আজও হলো না।

শরতের আকাশে মেঘেদের ছুটে চলা
কাশবনে দাড়িয়ে শুভ্রতায় হারিয়ে যাওয়া
করা হলো সবই —
তবে আলোহীন স্মৃতি স্থায়ী হলো না।

একে একে দিনগুলো হয়ে গেলো শেষ
ম্লান স্মৃতি মুছে গেলো বাঁচলো না লেশ
আশাটুকু রয়ে গেলো —
দেখা আর হলো না ধরণী ও দেশ।



সহমর্মিতার সংবেদন