শীতের বাতাসে কাঁপা কাঁপা সকাল,
মেঘের ভাঁজে লুকিয়ে সূর্যের আলো ঝলকায় কাল।
তোমার হাত ছুঁয়ে নিস্তব্ধতা ভাঙে,
চায়ের কাপে ধোঁয়া ওঠা কথা জুড়ে যায়।

তোমার চোখে ভাসে এক গোপন আশা,
আমার হৃদয়ে জমে শীতের কাব্যভাষা।
তোমার হাতে তুলে দিই লাল গোলাপ,
যেন জানুয়ারি রঙে ভরে ভালোবাসার প্রকাশ।

পলকে সময় থেমে যায়,
তোমার হাসিতে পৃথিবী গুনগুনায়।
তোমার কাছে এসে আমি হারাই,
সব ব্যথার বোঝা আজ আমায় ভুলায়।

তোমাকে আগলে রাখি ভালোবেসে,
আমার সব স্বপ্ন বাঁধি তোমার গহীনে।
তোমার স্পর্শে শীতের শিরশিরানি মুছে যায়,
জানুয়ারির এই সকাল অমর হয়ে যায়।

তোমার ভালোবাসার উষ্ণতায় গড়ে তুলি ঘর,
যেখানে নেই কোনো দুঃখ, শুধু সুখের খবর।
তোমার জন্য জানুয়ারি হয় প্রতিশ্রুতির মাস,
তোমার ভালোবাসায় আমার জীবন হয়ে যায় উদ্ভাস।

__১৭.০১.২০২৫