তোমাকে চাইলেই কি পাওয়া যাবে!?
হয়তো না!
সেটা হলে তো এতোদিনে পেয়ে যেতাম।
আর আমার মতো সবাই তার
মানুষগুলোকে চাইলেই পেয়ে যেতো!

তাহলে তোমাকে পাবো কিভাবে!?
সেটা হয়তো আমারও জানা নেই;
তাই তো শত চেষ্টা করেও পাচ্ছি না।
হয়তো আর পাওয়া হবেও না এই জনমে...

তুমি কি আমার সৌন্দর্য খুঁজো,
নাকি, আমার কোমল হৃদয়ের
ভালোবাসা পেতে চাও!?
যদি সৌন্দর্যেরই প্রেমে পড়তে চাও;
তাহলে চলে এসো আমার
শেষ বিদায়ীর দিনে।

সেদিন নাকি অনেক সুন্দরভাবে
সাজিয়ে দিবে আমায়!
তখন না হয় সৌন্দর্যের প্রেমে পড়ে;
একটু ভালোবেসে চিরবিদায় দিয়ে যেও
আমায়...

সোহেল আরিয়ান
১৫.০১.২০২০