"তুমি কি আমায় ভালবাসবে;
যদি আমি তোমার পথ চেয়ে বসে থাকি!
_নাহ, সেটা হলে তো সেই পথ
এখন আর ঝাপসা দেখা যেতো নাহ!
অনেক আগেই সেই পথ ধরে
আমার কাছে চলে আসতে।

তুমি কি আমার চোখের জল দেখে
আমায় ভালবাসবে!?
_নাহ, সেটা হলে তো এতোদিন
আমার চোখের জল ফুরাতে হতো নাহ!
তোমাকে পাওয়ার জন্য দু’ফোটা
জলই যথেষ্ট ছিলো।

তুমি কি আমার সৌন্দর্য দেখে
আমার প্রেমে পড়বে!
_সেটা অসম্ভব ; কারন আমি
তোমার চোখে অতটা সুন্দর নাহ!
যেহ, দেখেই আমার প্রেমে হাবুডুবু খাবে।

তোমার চোখেচোখ রাখলে কি
তুমি আমার প্রেমে পড়ে যাবে!
_ভুল! সেটা হলে তুমি বারবার
আমারই প্রেমে পড়তে!
আর প্রথম দেখাতেই আমায়
ভালোবেসে আপন করে নিতে।

তোমাকে চাইলেই কি পাওয়া যাবে!
_হয়তো নাহ!
সেটা হলে তো এতোদিনে পেয়ে যেতাম।
আর আমার মত সবাই তার
মানুষ গুলোকে চাইলেই পেয়ে যেতো!

তাহলে তোমাকে পাবো কিভাবে!
সেটা হয়তো আমারও জানা নাই;
তাই তো শত চেষ্টা করেও পাচ্ছি নাহ।
হয়তো আর পাওয়া হবেও নাহ এই জনমে...

তুমি কি আমার সৌন্দর্য খুঁজো;
নাকি, আমার কোমল হৃদয়ের
ভালোবাসা পেতে চাও!
যদি সৌন্দর্যেরই প্রেমে পড়তে চাও;
তাহলে চলে এসো আমার
শেষ বিদায়ীর দিন।

সেদিন নাকি অনেক সুন্দর ভাবে
সাজিয়ে দিবে আমায়!
তখন না হয় সৌন্দর্যের প্রেমে পড়ে;
একটু ভালোবেসে চিরবিদায় দিয়ে যেও
আমায়..."

Sohel Ariyan
15/01/2020