"প্রতিটা রাত ঘুমে কাঁটে নাহ;
কিছু রাত নির্ঘুমেও কেঁটে যায়।
প্রতিটা সকালে মিষ্টি রোদ্দুর থাকেনা;
কিছু সকাল কুয়াশা ঢাকা ঝাপসাও থাকে।
প্রতিটা মেঘে বৃষ্টি হয়ে ঝড়ে নাহ;
কিছু মেঘ গম্ভীর হয়ে থাকে আকাশে।
প্রতিটি প্রেমে স্বার্থকতা থাকে নাহ;
কিছু প্রেমে ভালোবাসাও থাকে।
আর প্রতিটা মানুষ ভালোবাসা পায়না;
কিছু মানুষ আবার অবহেলিতও হয়।"