তুমি আসবে বলে কাব্যগুলো
ছন্দ খুঁজে পাচ্ছে...
তুমি আসবে বলেই
রাতের চাঁদটাও
জ্যোৎস্না ছড়িয়ে যাচ্ছে...
তুমি আসবে বলেই,
অপেক্ষমাণ হাজারো
স্বপ্ন বেঁচে আছে বুকে!
অথচ, তুমি আসোনি ফিরে...
চলে গেছো বহু আগেই,
তবুও অপেক্ষার হলো না অবসান...
তুমি আসবে বলে।