তুমি এলে, বাতাসে গন্ধ ছড়াবে কাঁচা মেঘের,
গাছের পাতায় জেগে উঠবে সবুজের গান।
তুমি এলে, রোদ নামবে একটু নরম হয়ে,
আমার আকাশ জুড়ে উঠবে রঙিন রোশনাই।

তুমি এলে, শহরের ইট-পাথরও হবে নরম,
রাতের তারারাও নামবে কাছে,
আমার বুকে জেগে উঠবে এক অদ্ভুত স্পন্দন,
যেন তোমার ছোঁয়াতেই শুরু হবে বসন্তের আকাশ।

তুমি আসোনি, তাই এখনো ফুলেরা ফোটেনি,
ভালোবাসা আজও রয়ে গেছে বন্দি,
তুমি আসবে তো?
একদিন আমার হৃদয়পাড়ায় সত্যি বসন্ত নিয়ে?