সব মানুষের চোখেই তার প্রিয় মানুষটাই সেরা,
আমার চোখেও তুমি ব্যতিক্রম নও, প্রিয়।

তোমার চোখে হয়তো আমি বিষাদভরা যন্ত্রণা,
কিন্তু আমার চোখে তুমিই আমার প্রিয়তমা।
তোমার চেহারার মাঝে একটা ভালোবাসার নেশা আছে,
যেটা হয়তো তোমার চোখে অধরাই রয়ে গেছে।

তোমার চলার পথে একটা মায়াবী পদচিহ্ন পড়ে যায়,
যেই পথে হাঁটতে আমারও ভালো লাগে, প্রিয়।
তোমার রাগের কাছে আমি বারবারই হেরে যাই,
রেগে গিয়েও কখনো দূরে সরিয়ে দিতে পারি না তোমায়।

মাঝে মাঝে তোমার রেগে যাওয়াটাও আমার ভালো লাগে,
আর তখনই সুযোগ মেলে তোমার রাগটা ভাঙানোর।
প্রিয় মানুষটার রাগ ভাঙাতে কার না ভালো লাগে!
ঠিক তোমার রাগটা ভাঙাতেও আমার ভালো লাগে।

সবশেষে, এক বিষাদভরা যন্ত্রণার সুরেই
ভালোবাসার সেই প্রিয়তমাদের গল্পের পরিসমাপ্তি ঘটে যায়।

— সোহেল আরিয়ান
১৭.০৮.২০২১