আশ্বিন মাসে বাংলার বুকে নেমে আসে শান্তি,
নীল আকাশে সাদা মেঘের ভেসে বেড়ায় গান,
ধানের ক্ষেতের মাঝখানে হলুদ সোনালি আলো,
মৃদু হাওয়ায় উড়ে যায় শিউলির গন্ধ সহজ ভাষায়।

পদ্মফুলের বুকে শিশির বিন্দু ঝরে,
নদীর ধারে কাশফুলের সাদা তুলার মতো ছোঁয়া,
মাটির গন্ধে ভেসে আসে শীতের হিমেল ডাক,
আশ্বিনের প্রান্তরে খুঁজে পাই জীবনের প্রেম, অনুরাগ।

মাটির টানে ফিরে আসে ক্লান্তি ভরা মন,
শরতের এই স্নিগ্ধ দিনে ধরা দেয় প্রকৃতি,
আশ্বিনের এই আকাশে শান্তির মেলবন্ধন,
বাংলার প্রকৃতি যেন এক মহা আবেগের তৃপ্তি।