আমি পাঞ্জাবি পরে, এক গুচ্ছ গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলাম...
সে আসেনি... আসতে চেয়েও আর আসেনি।
সে ভালোবাসেনি...
ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার জন্যই নয়,
সব সম্পর্কেই ভালোবাসার সৃষ্টি হয়।

আমি দাঁড়িয়ে ছিলাম,
এক অবাক বালকের দৃষ্টিতে তার পথের দিকে তাকিয়ে...
আমি দাঁড়িয়ে ছিলাম,
অপেক্ষার দেয়ালে পিঠ ঠেকিয়ে।
সে আসেনি; আসবে বলেও আর আসেনি।

গুরুত্ব দেওয়া মানুষগুলোর কাছ থেকেই
গুরুত্বহীনতার দেয়াল গড়ে ওঠে...
আর এভাবেই একসময় মানুষ একা হয়ে যায়।
তাই সে আসেনি; আসবে বলেও আসেনি।

আমি মানুষের ভালোবাসা বুঝতে চেয়েছিলাম,
অতঃপর দূরত্বটাও দেখে নিলাম...
আমি ভালোবাসার আড়ালে দায়সারা স্নেহটা বুঝতে পারিনি।
তাই সে আসেনি; আসবে বলেও আসেনি।

সে ভালোবাসেনি...
গুরুত্বহীন দেয়ালের ওপারে বসে,
আমার অপেক্ষা করাটা দেখেছে...
আসলে কেউ আসতে চায়নি,
কেউ কখনো মন থেকে ভালোবাসা দেখায়নি।

সোহেল আরিয়ান
২২.০৫.২০২৩