রেললাইন ধরে চলে যায় পথ,
অনন্তের দিকে, অদৃশ্য স্রোত।
মেঘের ছায়া মিশে আকাশের বুকে,
নীরবতা ভেঙে দূরে, জীবন খোঁজে সুখে।

পাশের ইমারত উঁচু করে মাথা,
মানুষের চলাচল থেমে নেই একথা।
চোখের সামনে অনন্ত দিগন্ত,
পথিকেরা হাঁটে, মনে অসীম সংকল্প।

পিছনে ফেলে আসে কত স্মৃতির ভার,
রেলপথ গুনগুনিয়ে শোনায় গল্প হাজার।
পাড়ি দাও সামনে, থাকুক ক্লান্তি,
জীবনটাও তো এমনই, রেললাইনের মতোই শান্তি।

বাতাসের ছোঁয়ায় জীবনের গান,
রেলপথে চলতে হোক আমাদের প্রাণ।
ফিরে দেখি সৃষ্টির সেই রূপ,
যেখানে গন্তব্য মিলে পথের এক মোহ।