প্রিয়,
তোমাকে ছাড়াই রাত কেটে যাবে;
আবার তোমাকে ছাড়াই ভোর হবে।

রাতের আঁধারে হয়তো চোখের জলে
শুকনো বালিশটা ভিজে যাবে...
রাত শেষে আবারও হাসি মুখ!

প্রিয়,
সম্পর্কের শুরুতে কতই নাহ ছিলাম আপন;
তোমার প্রিয় মানুষটিও আমি ছিলাম।

সময়ের স্রোতে, দেখো আমার কাছেই তুমি প্রিয়;
আর তোমার কাছে আজ আমি অপ্রিয়!

___সোহেল আরিয়ান