প্রিয় মানুষ মানেই প্রেমিক-প্রেমিকা নয়,
"প্রিয় মানুষ"—এই শিরোনামটা
কিছু বন্ধুত্বের সম্পর্কেও হয়...।
আমি কখনো ছেড়ে যেতে চাইনি,
কারণ, আমি যদি একবার ছেড়ে যাই,
তাহলে আর ফিরতে চাই না...।
আমি খুব সহজে কোনো কিছুতে অভিমানে হারিয়ে যাই না,
অনেক অভিমানের চাপা কষ্ট বুকে নিয়ে
শুধু নিজেকে গুটিয়ে নিই।
যারা সহজে অভিমানে হারিয়ে যায় না,
তারা একবার চলে গেলে
ফিরতে চাইলেও আর ফিরতে পারে না...।
আর, বিপরীতে থাকা মানুষগুলো ভাবে—
হয়তো সামান্য অভিমানেই নিজেকে আড়াল করেছি...
কিন্তু আসলে তা নয়!
আমি তো অল্প অভিমানে হারিয়ে যাওয়ার মানুষ নই...।
সোহেল আরিয়ান
০৬.০৭.২০২২