বিভ্রান্ত মায়া জালে ফেঁসে আছিস;
ক্লান্ত বিকাল শেষে পাশে নেই কেউ দেখ!
ছন্নছাড়া মনের এই ডাকপিয়ন খুঁজে বেড়ায় তোর ঠিকানা;
কি রোদ; কি ঝড় বৃষ্টি; কি শত ব্যস্ততা;
কিছুই করতে পারেনা তাকে পথভ্রষ্ট!
মায়ার বন্ধনে রেখেছিলাম তোকে বেঁধে;
কি মূল্য দিচ্ছিস তুই সেই নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে!
ভুলের মাঝেও যদি খুঁজে নেও আমাকে;
তবে কি আমায় ভালোবাসো!!
অল্প কিছু অভিযোগে যদি যাও চলে;
-সত্যি কি আমায় ভালোবাসতে!?
প্রশ্ন রয়ে গেলো তোমার বিবেকের কাছে।