যদি আমি হঠাৎ পিছু থেকে ডাক দিয়ে বলি
__শুনছ, 'ভালোবাসি'
তুমি কি তখন পিছু না তাকিয়ে চলে যাবে!
নাকি পিছু ফিরে বলবে 'আমিও ভালোবাসি"

যদি হঠাৎ তোমায় বিরক্ত করে বলি 'ভালোবাসি'
_তুমি কি তখন রাগ করে মুখ ফিরিয়ে নিবে!
নাকি বলবে "আমিও ভালোবাসি"

যদি তোমার মন খারাপের রাতে কল করে বলি 'আমায় ভালোবাসো?!
_তুমি কি তখন রাগ কলটা কেঁটে দিবে!
নাকি একটু হাসি দিয়ে বলবে 'ভালোবাসি তো'

যদি কোনো এক সকালে আমি তোমায় মেসেজ করে বলি 'আমায় ভালোবাসো!?
__তখন কি তুমি রিপ্লাই না দিয়ে আবার ঘুমিয়ে যাবে!
নাকি রিপ্লাই দিবে 'ভালোবাসি ভালোবাসি ভালোবাসি'

যেদিন আমি আর জানতে চাইবোনা 'আমায় ভালোবাসো!?
সেদিন কি তুমি অবাক হয়ে যাবে!
__নাকি সেদিন আমার সমাধির পাশে দাঁড়িয়ে জানতে চাইবে" এই পাগল! আমায় ভালোবাসো নাহ!?
__যদি ভালোইবাসো তবে কেন চুপ করে আছো__!
জবাব দেও... ভালোবাসি... ভালোবাসি... ভালোবাসি...
-
Sohel Ahmed Ariyan
18/03/2019