নভেম্বরের আকাশে এল হঠাৎ বৃষ্টির পরশ,
শীতের আগে মেঘের ভাঁজে ছড়িয়ে দিলো স্নিগ্ধ সরস।
পাতায় পাতায় কাঁপন তোলা ঝরে পড়ে জল,
এই অসময়ের বৃষ্টি যেন মনের গোপন দল।
পথের ধারে ভিজে যায় শুকনো পাতার শয্যা,
বৃষ্টি নামে, কেমন যেন শীতল মায়ার অদ্ভুত বায়া।
কুয়াশার কোলে ছড়ায় তার মধুর নীরবতা,
নভেম্বরের এই বৃষ্টি যেন জীবনকে দেয় নতুন গাঁথা।
মনের জানলায় ঝরে পড়ে টুপটাপ বৃষ্টির ছন্দ,
নীরব রাতের কোলে আসে কোন এক মায়াবী গন্ধ।
হৃদয় ভেজায় এ রিমঝিম ধারা, শীতের সুরে মেশে,
নভেম্বরের বৃষ্টি যেন স্মৃতির কাব্য হয়ে আছে।