তুমি জেগে থাকো গভীর রাত অব্দি,
কোনো এক প্রতীক্ষায়, কিংবা কোন সে ভাবনায়!
তোমার নিঃশ্বাসের সুরভি ভাসে বাতাসে,
আমি দূর থেকে টের পাই তার মিষ্টি পরশ।

চুপিচুপি দেখি—তোমার চোখের আলো,
এই বুঝি খুঁজলে আমায়, এই বুঝি বুঝলে,
আমি আছি, অদৃশ্য এক ছায়ার মতো,
তোমার একাকী রাতের নীরব সঙ্গী হয়ে।

কিন্তু আমি জেগে আছি কেন?
কিসের জন্য আমার এই অজানা প্রতীক্ষা?
কার অপেক্ষায় আমি গুনি সময়ের হিসেব?
নিজেও জানি না, তবু মনে হয়—তুমি!

বিরক্ত করবো না, কাছে আসবো না,
শুধু আড়াল থেকে তোমায় ভালোবাসবো,
নিঃশব্দে, নিঃসঙ্গ চাঁদের মতো—
যে জেগে থাকে শুধু প্রিয়জনের জন্য!

___🌸