নীরবতার শীতল ছোঁয়ায়,
আকাশ ভরে জোছনার ঢেউ।
পাতার ফাঁকে ফাঁকে,
চাঁদের আলো মেঘের খেলা।

নিঃশব্দ রাত্রি, বাতাসের গন্ধ,
গাছের ডালে আলোর ঝিলিক।
নিঃশব্দ হাসি ছড়িয়ে পড়ে,
চাঁদের প্রেমে মুগ্ধ হৃদয়।

বৃক্ষের ছায়ায় লুকিয়ে সে,
আলো আর অন্ধকারের খেলা।
নীরব সেই চাঁদের ডাক,
জাগায় মন, নিয়ে যায় দূরে।

আকাশ জুড়ে রহস্য তার,
কত কথা যেন বলে চাঁদ।
নিভে যাওয়ার আগে,
মনের কোণে রেখে যায় স্বপ্নের আশা।

___ সোহেল আরিয়ান | ১৯.০৯.২০২৪