নীলাঞ্জনা, তুমি কি ভুলে গেছো সেদিনগুলোর কথা!
যেই দিনগুলিতে আমি পথ চেয়ে বসে থাকতাম তোমার আসার প্রতীক্ষায়!
নীলাঞ্জনা, তুমি আমায় তোমার অনুভবে নিতে পারো নাহ!
যেই ভোরে শুধু অপেক্ষায় থাকিতাম তোমার ছোট্টো কোনো বার্তার!
নীলাঞ্জনা, হয়তো ভুলে গেছো ; নয়তো ভুলে যাবে; অবশেষে নিজকে দূরে রাখবে!
তবুও কিছু প্রশ্ন রয়ে যায় সবার অগোচরে!
নীলাঞ্জনা, বেদনার রং নাকি নীল হয়;
তাই কি তুমি নীলাঞ্জনা!
নাহ! তুমি তো নীলাঞ্জনা নাহ! তাহলে তোমার নাম কি!?
সেটা তো আজও আমার অজানা...
-
Sohel Ahmed Ariyan
13-01-2020