যে মানুষটা সকাল-বিকেল,
বা সন্ধ্যায় তোমার খোঁজ নিতো,
হঠাৎ যদি সে আগের মতো সাড়া না দেয়,
এড়িয়ে যায়—
তাহলে কেমন লাগবে?
নিশ্চয়ই ভালো লাগবে না!

যে মানুষটা শত ব্যস্ততার মাঝেও
তোমার খোঁজ নিতে ভুলত না,
সে যদি আজ অজুহাতের আড়ালে
তোমাকে এড়িয়ে চলে,
তাহলে কেমন লাগবে?
নিশ্চয়ই ভালো লাগবে না!

যে মানুষটা বলতো—
"দশ মিনিটের মধ্যে কল দেবো" বা
"একটু পরেই মেসেজ করবো,"
তার অপেক্ষায় থেকে যখন
ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যায়,
কিন্তু সে আর ফিরে আসে না—
তাহলে কেমন লাগবে?
নিশ্চয়ই ভালো লাগবে না!

যে মানুষটাকে তুমি এই পরিবর্তনগুলো বোঝালে,
তবু সে একই আচরণ করে,
হাজারও বাহানায় নিজেকে আড়াল করে—
তাহলে কেমন লাগবে?
নিশ্চয়ই ভালো লাগবে না!

এমন মানুষদের সাথে আমরা প্রতিনিয়ত মিশি,
কথা বলি, আবার তারা হারিয়েও যায়...
একসময় দূরত্ব তৈরি হয়,
আমরা কষ্ট পাই,
অবশেষে তারা স্মৃতির পাতায় হারিয়ে যায়।

তাহলে কেমন লাগবে?
নিশ্চয়ই ভালো লাগবে না!

তবুও...
নামহীন সম্পর্কগুলোকে একদিন
মাটিচাপা দিতে হয়,
কারণ, বয়ে বেড়ালে যে সত্যিই
ভালো লাগবে না...
আমরা ভালো থাকতে চাই,
তবুও কি থাকতে পারি?

সোহেল আরিয়ান
০২.০৩.২০২২