যে মানুষটা তোমার সাথে সকাল বিকাল
কিংবা সন্ধ্যায় কথা বলতো বা খবর নিতো,
সেই মানুষটা যদি আগের মত সাড়া না দিয়ে
এরিয়ে যায়,
তাহালে তোমার কাছে কেমন লাগবে??
নিশ্চয়ই ভালো লাগবেনা!!
যেই মানুষটা শত ব্যস্ত থাকার মাঝেও খবর নিতো,
সেই মানুষটা যদি এখন এইসব এরিয়ে যাওয়ার জন্য
বিভিন্ন অযুহাত সামনে আনে,
তাহলে তোমার কেমন লাগবে!?
নিশ্চয়ই ভালো লাগবে না!!
যে মানুষটা তোমাকে দশ মিনিটের মধ্যে
কল কিংবা মেসেজ করবে বলে;
কল কিংবা ইনবক্স থেকে বিদায় নিয়ে চলে গিয়ে
ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে চলে যাওয়া সত্ত্বেও
কোনো খবর নিলো না,
তাহলে তোমার কাছে কেমন লাগবে??
নিশ্চয়ই ভালো লাগবে না!!
যে মানুষটাকে এইসব পরিবর্তন গুলো বলা সত্ত্বেও
যদি এমন করে এবং হাজারও বাহানা দিয়ে
বুঝ দিতে চেষ্টা করে,
তাহলে তোমার কেমন লাগবে??
নিশ্চয়ই ভালো লাগবে না!!
যদি এমন মানুষদের সাথে আমাদের দেখা হয়,
কথা হয়, আবার এরিয়ে যায়, দুঃখ পাই আমরা,
অবশেষে হারিয়ে যায়;
তাহলে তোমার কাছে কেমন লাগবে??
নিশ্চয়ই ভালো লাগবে না!!
হ্যা ভালো লাগবে না; কারণ, ভালো লাগার মত নয়।
তবুও নামহীন সম্পর্ককে মাটিচাপা দিয়ে চলতে হবে;
তা না হলে যে আসলেই ভালো লাগবে নাহ!
নিশ্চয়ই আমরা ভালো থাকতে চেষ্টা করি;
তবুও থাকতে পারছি নাহ।।
___সোহেল আরিয়ান
০২.০৩.২০২২