মশার ভালোবাসায় আমি আজ ক্লান্ত,
মশার জ্বালায় মশারি টানাবে কে—
সেটা নিয়ে রাতভর স্বামী-স্ত্রীর যুদ্ধ!
অবশেষে স্বামী বেচারাই ক্ষিপ্ত মনে
মশারি টানানোর কাজটা করে সমাপ্ত।
এদিকে কম্বল মুড়ি দিয়ে রমণী তাহার হাসে,
এটা দেখে স্বামীর রাগ যে আরও চড়ে!
শীতের কালে মশার ভালোবাসায় সবাই বিরক্ত,
গরমের সিজনে কেন তারা আসেনা— সেটাই প্রশ্ন!
তবে যদি আসে, পাখার বাতাসে উড়ে যাবে
তাদের অস্তিত্ব; থাকতো না কোনো
রক্তচোষা ভালোবাসার আতঙ্ক।
বিচিত্র এই পৃথিবীর বুকে কত প্রাণের অস্তিত্ব!
কেউ বা বেঁচে আছে রক্ত খেয়ে,
আবার কেউ বা বেঁচে আছে মাটি কামড়ে।।
-
সোহেল আরিয়ান
19.12.2021 02:30am