তোমার মন খারাপের কারণ কী?
সঠিকভাবে জানো কি?
নাকি শুধু শুধু মন খারাপ করে আছো?
বসে আছো ভুল ভাঙিয়ে, মনটা
ভালোর দিকে ফেরাতে সেই প্রতীক্ষায়!
প্রতীক্ষার প্রহর শেষ হবে,
নতুন সূর্যও উদয় হবে,
তবুও হয়তো ভুল ভাঙাতে আসবে না।
কারণ, তোমার যে মন খারাপ,
সেটাই তো তাদের ভাবনার বাহিরে।
তবে একদিন, তোমার এই মন খারাপের শেষে,
নিজেকে খুঁজে পাবে নতুন পথে।
তবে কি তখন আর মন খারাপ থাকবে?
আমরা কখনো জানি না, কখন আসবে
ভালো থাকার দিন, সুখের আলোকরেখা।
তুমি যদি অনুভব করো সত্যিকারের ভালোবাসা,
তবে মন খারাপ নিজেই উড়ে চলে যাবে,
সেখানে থাকবে শুধুই ভালোবাসা,
আর নতুন আশার আলো।
— সোহেল আরিয়ান
২৭.০১.২০২২