আজও ছিলো বসন্ত; চারদিকে সেই চিরচেনা
বসন্তের রাঙা বাসন্তী সাঁজে অপেক্ষায় ছিলো মায়াবতী!
হয়তো অপেক্ষায় ছিলো সেই মায়াবতী,
যেই মায়াবতীকে ছাড়াই কেটে গেলো আমার
ফেলে আসা সেই বসন্তের বছরগুলো...।
আজও কোনো মায়াবতীর খোঁজ মেলেনি
দু-চোখের সীমানায়; যেথায় শুধুই মায়াবতীর
রাঙা সাঁজে রাঙিয়ে দিবে আমার ভূবণ!
আচ্ছা, বড় হলে মায়াবতীরা আসবে বলে
সেই আশায় কেটে গেলো বহু বছর...।
তারপরও তো আসেনি সেই মায়াবতী;
যাহার কথা ভাবিয়া আমি,
মনের ক্যানভাসে ছবি আঁকি।
আমি কি আরো বড় হবো!
হ্যা, হয়তো আরো অনেকটা;
তারপর হয়তো মায়াবতী আসবে
আমার আঙিনায়, আর কড়া নেড়ে বলবে,
"আর অপেক্ষা নয়, মায়াবতী এখন তোমার দরজায়।"
মায়াবতী, বসন্ত আর ভালোবাসার রাঙা সাঁজে
চারদিকে ভালোবাসায় মুখরিত...।
তারপরও তোমাকে এই ভ্যালেন্টাইন্স ডে তে
বলা হলো না 'তোমাকে ভালোবাসতে চাই মায়াবতী'
দেওয়া হলো না এক গুচ্ছ লাল গোলাপ।
তাই বলে মায়াবতীর জন্য লেখা কি আমার ভেস্তে যাবে!
ভেস্তে যেতে দিবো না; তোমাকে নিয়ে লেখা প্রতিটা কথা।
তোমার বাসন্তী সাঁজে তোমাকে নিয়ে ঘুরতে চাই
শহরের প্রিয় কিছু তোমার সেই চেনা জায়গায়।
আর ভালোবাসতে চাই তোমার মত করেই;
আর যেভাবে ভালোবাসলেই,
ভালোবেসে যাবে আমাকে প্রতিটা মুহূর্তে।
মায়াবতী, ভালোবাসা হয়তো আমার দরজায়
ধরা দিবে না; তবে, ভালোবাসতে চাই তোমায়;
তাই বার বার বলতে চাই, তোমাকে ভালোবাসতে
আমার দিবস লাগবে না; কারন, প্রতিটা মুহূর্তেই
তোমার সাথে কাটানো আমার এক একটা দিন
ভালোবাসার পূর্ণতায় ভরে থাকবে;
আর সেই মায়াবতী বাসন্তী সাঁজে থাকবে আমার পাশে।
---
সোহেল আরিয়ান
১৪.০২.২০২২