মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে…
ধরে রাখতে চেয়েছিলাম অনেককে!
কিন্তু মানুষ কি সময়ের স্রোতে আটকে থাকে?
মানুষ তো বয়ে চলে, নিজের মতো করে…
কেউ থাকে, কেউ হারিয়ে যায়,
কেউ দূরে সরে গিয়ে অপরিচিত হয়ে যায়।
অভিমান জমতে জমতে একদিন হয়তো মনে হবে—
সব চেষ্টাই বৃথা ছিল…
কিন্তু তবু,
যাদের ভালোবেসেছি,
তাদের জন্য মনটা আজও নরম থাকে!
শুধু শিখেছি—
মানুষকে ধরে রাখা যায় না,
ভালোবাসতে হয় নিঃস্বার্থভাবে…
__১১.০২.২০২৫