আমি চাঁদ দেখছিলাম;
বড্ড শূন্য লাগলো চাঁদটাকে।
তারারা থাকার কথা ছিল,
হয়তো তারা লুকায়িত—
ঝাপসা আকাশের আড়ালে...।
ঠিক যেমনটা লুকায়িত তুমি
আমার মনের গহীনে...।।
তারপরও কি থেমে আছে চাঁদ?
থেমে নেই; অমাবস্যার আঁধার শেষে
আবারও মানুষের নজর কেড়ে নেয়।
তারারা কি হারিয়ে গেছে?
হারিয়ে যায়নি; নজর কেড়ে নেয় খুব কম,
তারারাও আছে বহু মানুষের ভিড়ে—
আমাকে যেমনটা লাগে তোমার দেখতে;
অস্তিত্ব আছে, তবে তোমার মনের ভেতরে নেই।