দ্বিতীয় অংশ: স্বীকারোক্তি

আমি কখনো ভালোবেসে দূরত্ব তৈরি করতে চাইনি,
চেয়েছিলাম সবাইকে আপন করে কাছে রাখতে।
কিন্তু তারা চায় না আমার ভালোবাসার বন্ধন,
কারণ, "কেউ আমাকে কখনো ভালোবাসেনি..."

প্রিয়জনের প্রয়োজনে যখন কাছে থাকার চেষ্টা করি,
তখনই দেখি, প্রয়োজন ফুরালেই
তারা আমার অস্তিত্ব ভুলে যায়।
তখন আবারো উপলব্ধি করি—
"কেউ আমাকে কখনো ভালোবাসেনি..."

তবুও, আমি প্রিয়জনের প্রয়োজন হতে চাই,
নিজেকে আড়াল করে আবারও ফিরে আসবো,
অতঃপর আবারও হারিয়ে যাবো...।
কারণ, "কেউ আমাকে কখনো ভালোবাসেনি..."
তাই হারিয়ে যাওয়াটাই শ্রেয়...।

____সোহেল আরিয়ান
২০.০৪.২০২২