(প্রথম অংশ: উপলব্ধি)

সময়ের প্রয়োজনে,
অনেকের প্রিয় তালিকায় আমার নাম থাকে,
তারপর সেই নাম একদিন মুছে যায়।
কারণ, কেউ আমাকে কখনো ভালোবাসেনি...।

যখন কারো জন্য তীব্র অপেক্ষায় দিন পার করি,
বারবার খোঁজ নিতে চাই,
কিন্তু সে ঠিক সেইভাবে সাড়া দেয় না,
তখন বুঝতে পারি—
"কেউ আমাকে কখনো ভালোবাসেনি..."

একটা সময়,
অনেকেই আপন ভেবে কাছে টানে,
অতঃপর দূরে সরিয়ে দেয়—
ঠিক তখনই বুঝতে পারি,
প্রয়োজন ফুরালেই আমি অপ্রয়োজনীয়...।
কারণ, "কেউ আমাকে কখনো ভালোবাসেনি..."

সোহেল আরিয়ান
২০.০৪.২০২২